এসপি অফিস অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি DYFI ও SFI কর্মীদের!

জেলা পুলিশ সুপার তাদের সঙ্গে দেখা করলে তারা তাদের দাবিগুলো জানাবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-15 at 6.25.52 PM

নিজস্ব প্রতিনিধি, নদীয়া: বিভিন্ন দাবি নিয়ে আজ কৃষ্ণনগরের জেলা পুলিশ সুপারের অফিস অভিযান DYFI ও SFI- এর কর্মীদের। আর এই অভিযানের মূল দাবি ছিল কালিগঞ্জ কাণ্ডে এফআইআর- এ নাম থাকা সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে ও যথাযথ শাস্তি দিতে হবে‌, সমস্ত বেআইনী অস্ত্র উদ্ধার করতে হবে, দুষ্কৃতীরাজ বন্ধ করতে হবে ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

এই অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি। DYFI ও SFI- এর কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। প্রথমে তারা পাবলিক লাইব্রেরির মাঠ থেকে আস্তে আস্তে প্রথম ব্যারিকেড ভাঙে এবং দ্বিতীয় ব্যারিকেড টোপকে যখন তৃতীয় ব্যারিকেডের কাছে যায় তখনই পুলিশের সাথে ঝামেলা শুরু হয় এবং এই নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়। তারা অনড় থাকে যে তাদেরকে যেভাবে হোক এসপির সঙ্গে দেখা করতে দিতে হবে আর যতক্ষণ না দেখা করতে দেওয়া হবে ততক্ষণ তারা সেখানে এইভাবেই থাকবে। অপরদিকে পুলিশের তরফ থেকে তাদেরকে না যেতে দেওয়ার জন্য বিভিন্ন পজিশন নিয়ে রাখা হয়। কোথাও জলকামান, কোথাও লেডি পুলিশ, কোথাও প্রচুর উচ্চ পদের পুলিশ কর্তারা এসে উপস্থিত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ধস্তাধস্তিতে বেশ কিছু পুলিশ কর্মী আহত হয়েছে। বেশ কিছু বিক্ষোভকারীরাও আহত হয়েছে। 

Screenshot 2025-07-15 181311