খড়গপুরের দশেরা উৎসব এবার ১০১ বর্ষে

কোথায় হচ্ছে এই পুজো?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-02 at 8.37.33 PM

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: খড়গপুরের ঐতিহ্যমন্ডিত দশেরা উৎসব এবার ১০১ বর্ষে পা দিল। খড়গপুর শহরের নিউ সেটেলমেন্টে রাবণ পোড়া ময়দানে এই দশেরা উৎসব দেখতে বহু মানুষের ভিড় হয়। দশেরা উৎসব কমিটির পক্ষ থেকে সভাপতি প্রদীপ সরকার জানান, দশেরা উৎসব কমিটির পক্ষ থেকে রাবণ বধ অনুষ্ঠান পালন করা হচ্ছে। এই বছর রাবণের উচ্চতা ৬২ ফুট। এই বছরের আকর্ষণ হচ্ছে হায়দ্রাবাদের আতশবাজি।

Screenshot 2025-10-02 220103