New Update
/anm-bengali/media/media_files/2024/11/19/9ZArE6xJWAFNEnmGVxni.jpeg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকার বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ি তৈরির কাজ করার জন্য ভিত খোলার কাজ চলছিল। কদিন ধরে ভিত খোলার পর আজ সকালেই দেখা গেলো একটি বড় সুড়ঙ্গ পথ। চুন সুরকি ও পাতলা ইঁটের তৈরি এই সুড়ঙ্গ। যেটুকু দেখা বোঝা যাচ্ছে এই সুড়ঙ্গ বহু বছর আগের তৈরি। পুরানো কোনো বাড়ি বা মন্দির হতে পারে।
/anm-bengali/media/post_attachments/4a0f4681-0df.png)
এই খবর ছড়িয়ে পড়তেই অনিমা ঘোষের বাড়ীতে লোকজনের ভিড় শুরু হয়েছে। ইতিমধ্যে পিংলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিছুক্ষনের মধ্যে এলাকায় প্রশাসনিক কর্তারা এসে পৌঁছবেন। এই মাটি এবং ইঁট পরীক্ষা করা হবে। পাশাপাশি এই সমস্ত বিষয়ে যারা এক্সপার্ট তাদেরকের খবর দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/post_attachments/a00945c7-e53.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us