/anm-bengali/media/media_files/2025/02/15/IoMlKmyVZkFRaQX2OXAj.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার রানাঘাটের ১ বছরের শিশু অস্মিকার জীবন-মৃত্যুর লড়াই নিয়ে সময় রায়নার বিদ্রূপের সামনে আনলেন বাংলার বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
তরুণজ্যোতি তিওয়ারি ট্যুইট করে বলেছেন, "Samay Rana-এর লজ্জাজনক অমানবিকতা! রানাঘাটের ১ বছরের শিশু অস্মিকার জীবন-মৃত্যুর লড়াই নিয়ে বিদ্রূপ করেছে Samay Rana ও তার প্ল্যাটফর্ম "India’s Got Latent"। অসহায় শিশুকে নিয়ে ঠাট্টা কেবল নৈতিক দেউলিয়াত্বই নয়, সমাজের জন্যও হুমকি। ⚠️ এই বিকৃত মানসিকতার মানুষদের বয়কট করুন। ⚖️ আইনি ব্যবস্থা নিন! ✊ প্রতিবাদ গড়ে তুলুন!" তার এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
Samay Rana-এর লজ্জাজনক অমানবিকতা!
— Tarunjyoti Tewari (@tjt4002) February 15, 2025
রানাঘাটের ১ বছরের শিশু অস্মিকার জীবন-মৃত্যুর লড়াই নিয়ে বিদ্রূপ করেছে Samay Rana ও তার প্ল্যাটফর্ম "India’s Got Latent"। অসহায় শিশুকে নিয়ে ঠাট্টা কেবল নৈতিক দেউলিয়াত্বই নয়, সমাজের জন্যও হুমকি।
⚠️ এই বিকৃত মানসিকতার মানুষদের বয়কট করুন!
⚖️… pic.twitter.com/bvoZFN3s0a
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us