/anm-bengali/media/media_files/2025/07/02/whatsapp-image-2025-07-02-2025-07-02-20-30-08.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: ট্রাফিক আইন ভেঙে শহর দুর্গাপুরের রাস্তায় বেপরোয়া গতিতে দিব্বি ছুটছে নম্বর প্লেট ছাড়াই মিশন নির্মল বাংলার সরকারি গাড়ি। শুনতে অবাক লাগলেও মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ, সেভ লাইফ বার্তাকে শিকেয় তুলে দুর্গাপুর নগর নিগমের বেশ কিছু নির্মল মিশন বাংলার গাড়ি দিব্বি ছুটছে শহরের রাস্তায়। ক্যামেরায় বন্দী সেই বেপরোয়া গতিতে ছোটা গাড়ির ছবি। দুর্গাপুরের ভগত সিং স্টেডিয়ামের ঠিক পেছনে জঙ্গলের মাঝে রাখা রয়েছে নম্বর প্লেট ছাড়া এই গাড়িগুলো। এক-আধ দিন নয়, পাঁচ-ছয় বছর ধরে চলছে দুর্গাপুর নগর নিগমের মতো সরকারি সংস্থার বর্জ্য সংগ্রহর এই গাড়ি। পান থেকে চুন খসলে আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক পুলিশ হাজার হাজার টাকা ফাইন করছে আম জনতাকে, সেখানে নম্বর প্লেট ছাড়াই দুর্গাপুর নগর নিগমের মিশন নির্মল বাংলার গাড়ি বেপরোয়া গতিতে ছুটলেও নীরব ট্রাফিক পুলিশ। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখী তেওয়ারির সাফাই অনুযায়ী কোভিডের সময় এই গাড়িগুলি কেনা হয়েছিল। একটা সমস্যা ছিল, কিন্তু বারবার বারণ করা সত্বেও কে বা কারা এই গাড়িগুলো রাস্তায় নামিয়ে দিল দেখা হচ্ছে সেটা। প্রশ্ন উঠেছে নম্বর প্লেটবিহীন এই গাড়িগুলি যদি দুর্ঘটনা ঘটায় তাহলে এর দায় কে নেবে? ইন্সুরেন্স ক্লেম তো হবেই না। মিশন নির্মল বাংলার এক গাড়ির চালক জানালেন সবটাই কিন্তু দুর্গাপুর নগর নিগমের ভেহিকেলস বিভাগ জানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নর প্রশাসনিক সভাঘর থেকে বলেছিলেন দুর্গাপুর নগর নিগমের সবাই অপদার্থ। তাহলে কি এই ছবি সেই অভিযোগেই শিলমোহর দিল?
"পুলিশ অহেতুক সাধারণ মানুষকে হেনস্থা করে। এবার দুর্গাপুর নগর নিগমের মিশন নির্মল বাংলার এই গাড়িগুলিকে আটকে দিয়ে তারা পুলিশকে মালা পড়াবেন", প্রতিক্রিয়া বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। নম্বর প্লেট ছাড়া এই গাড়িগুলো কোনো নেতার নয় তো? প্রশ্ন তুললেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। সমালোচনার ঝড় তুললেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীও। সব মিলিয়ে যখন সরকারি সংস্থা নম্বর প্লেট ছাড়া গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভাঙে আর চোখ বুজে থাকে ট্রাফিক পুলিশ তখন এর চেয়ে বেশী কি প্রত্যাশা করবে আম আদমি এটাই লাখ টাকার প্রশ্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us