/anm-bengali/media/media_files/GDwGBtSGxA5AhgbfLjNo.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: ৬ দিনের মাথায় দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী অসীমানন্দ মন্ডলের এজলাস বয়কট প্রত্যাহার করল দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। বুধবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতের বার এসোসিয়েশনের কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে বয়কট প্রত্যাহার করে বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা।
পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন কংগ্রেস কর্মীদের মারধরের ঘটনায় বিজয়ী তৃণমূল প্রার্থীর স্বামী তথা দুর্গাপুর আদালতের মুহুরি রতন মন্ডলসহ গ্রেফতার হয় ১১ জন তৃণমূল কর্মী। মঙ্গলবার দুর্গাপুর আদালতে ধৃত ১১ জনকে তোলা হলে রতন মন্ডলের জামিনের আবেদন করার পরেও সেই জামিনের আবেদন খারিজ করে দেয় দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক অসীমানন্দ মন্ডল। তারপর থেকেই বিচারক অসীমানন্দ মন্ডলের এজলাস বয়কট করে বসে দুর্গাপুর আদালতের বার এসোসিয়েশনের আইনজীবীরা। বুধবার দুপুর পর্যন্ত ওই বিচারকের এজলাসে চলে অচলাবস্থা। বুধবার দুপুরের পর সাংবাদিক বৈঠক করে দুর্গাপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা জানায় যে যে অচল অবস্থা তৈরি হয়েছিল তা আবার স্বাভাবিক হল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us