New Update
/anm-bengali/media/media_files/03f8fDGnvHnHIre1YlK6.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই হবে এবারের দুর্গাপুজো। সূত্র মারফত জানা গিয়েছে যে, নদিয়ার মুরুটিয়া থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় প্রথম দুর্গাপুজো শুরু করলেন স্থানীয় মহিলারা।
সূত্র মারফত জানা গিয়েছে যে, ওই গ্রামের ৫২ জন মহিলা মিলেই এবার প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছেন। তারা জানিয়েছেন যে, শুধু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই নয়, তারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতার টাকা দিয়েও এই পুজোর আয়োজন করেছেন। তারা আরও জানিয়েছেন যে, নদীয়া জেলাতে এই ঘটনা প্রথমবার ঘটেছে।
/anm-bengali/media/media_files/BlYVrcRrHcmy2TkOPpJz.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us