বালিচক গেট বাজার সার্বজনীন দুর্গোৎসব পূজো কমিটির থিম -লোভ লালসা

বালিচক গেট বাজার সার্বজনীন দুর্গোৎসব পূজো কমিটির পুজো দেখতে হাজির বিধায়ক হুমায়ুন কবীর।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-09-28 at 6.52.52 PM

debra

নিজস্ব সংবাদদাতা : ​পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের, বালিচক গেট বাজার সার্বজনীন দুর্গোৎসব পূজো কমিটির এই বছরের দূর্গা পূজোর থিম লোভ লালসা। ষষ্ঠীর দিন থেকেই পুজো মণ্ডপে লেগে রয়েছে জমজমাট ভিড়।

tmcdebra

পুজো মন্ডপ ও প্রতিমা দেখতে হাজির হয়েছেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। তিনি মিষ্টি ও কার্ড দিয়ে শুভেচ্ছা জানান পূজো কমিটির সদস্যদের।