Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
নিজস্ব প্রতিনিধি, ডেবরা: আজ বেলা ১০.৩০টা নাগাদ ডেবরা ব্লকের টাবাগেড়্যা এলাকায় কাঁসাই নদীর ভেতরে অস্থায়ী রাস্তায় একটি বালি বোঝাই ডাম্পার রাস্তায় ধসে পড়ে আটকে যায়। আর তারপরেই দুই দিক থেকে বাস, লরি, গাড়ি চলাচল বন্ধ। এক ঘন্টা ধরেই এই অবস্থা। জামাই ষষ্ঠীর দিন টাবাগেড়্যা -পাটনা রুটে বাস চলাচল বন্ধ৷ চরম সমস্যায় নিত্য যাত্রীরা। পুলিশ এসে লরিটিকে উদ্ধার করার কাজ শুরু হয়েছে। তবে কতক্ষণে তা হবে বোঝা দায়।
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us