নিজস্ব সংবাদদাতা: পূর্ণিমার ভরা কটাল। যার জেরে ধস নামল সাগরে মুড়িগঙ্গা বাঁধে। প্রায় ১৫০ ফুট এলাকায় ধস নেমেছে বলে জানা গিয়েছে। তারপরই আতঙ্ক ছড়িয়েছে উপকূলের বাসিন্দাদের মধ্যে। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে।
/anm-bengali/media/media_files/6CSWlsmkZIjUNPEr5EUc.jpg)
ঘটনাস্থল পরিদর্শনে আসেন প্রশাসনের আধিকারিকরা। এলাকাবাসীদের দাবি, এখনই নদী বাঁধ মেরামত না করা হলে, পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হবে। জল বাড়লে বড় অংশ জুড়ে ধসের সম্ভাবনা।