পূর্ণিমার কটালের জের, ধস নামলো মুড়িগঙ্গা নদীর বাঁধে

পূর্ণিমার কটালের জেরে ভোররাতে হঠাৎ ধস নামল সাগরে মুড়িগঙ্গা নদীর বাঁধে।

author-image
Jaita Chowdhury
New Update
ব্রাজিলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪

নিজস্ব সংবাদদাতা: পূর্ণিমার ভরা কটাল। যার জেরে ধস নামল সাগরে মুড়িগঙ্গা বাঁধে। প্রায় ১৫০ ফুট এলাকায় ধস নেমেছে বলে জানা গিয়েছে। তারপরই আতঙ্ক ছড়িয়েছে উপকূলের বাসিন্দাদের মধ্যে। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। 

 

কুয়ে নদীর বাঁধ

ঘটনাস্থল পরিদর্শনে আসেন প্রশাসনের আধিকারিকরা। এলাকাবাসীদের দাবি, এখনই নদী বাঁধ মেরামত না করা হলে, পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হবে। জল বাড়লে বড় অংশ জুড়ে ধসের সম্ভাবনা।