/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: সপ্তাহের শেষ দিন, আর এই শেষ দিনেই জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ার বুকে। একটির স্থান ডোমজুড় এবং আরেকটির স্থান জগৎবল্লভপুর।
যা জানা যাচ্ছে, হাওড়া ডোমজুড়ের একটি থার্মোকল কারখানায় এদিন আগুন লাগে। সকাল দশটা নাগাদ কারখানার গোডাউনে হঠাৎই আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউনের জমানো থার্মোকল। আগুনের তীব্রতা এতটাই ছিল যে টিনের তৈরি কারখানার শেড ভেঙে পড়ে। কর্মচারীরা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে হাত দেয়। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
অন্যদিকে, জগৎবল্লভপুরের ধূপের কারখানায় এদিন আগুন লেগে যায়। দাহ্য পদার্থ বলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। দুটি অগ্নিকাণ্ডই ভয়াবহ রূপ নিয়েছে বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us