কোটশিলার সিমনী জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় জোড়া চিতাবাঘ, সচেতন বন দফতর

ভিডিও দেখুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-17 at 6.05.09 PM

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: কোটশিলা রেঞ্জের সিমনী জাবর জঙ্গলে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল জোড়া চিতাবাঘ। এর আগেও ওই অঞ্চলে চিতাবাঘের উপস্থিতির প্রমাণ মিলেছিল, তবে এবার জোড়া বাঘের স্পষ্ট ছবি মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। বন দফতর জানিয়েছে যে এই অঞ্চলে বন্যপ্রাণীর সংখ্যা বাড়ছে যা বন সংরক্ষণে সফলতার ইঙ্গিত। তবে পাশাপাশি বাড়ছে সচেতনতার প্রয়োজনও। তাই এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণ ও বন সংরক্ষণ নিয়ে প্রচার চালানো হচ্ছে।

Screenshot 2025-07-17 175248