/anm-bengali/media/media_files/2025/10/29/whatsapp-image-2025-10-29-2025-10-29-17-07-29.jpeg)
নিজস্ব প্রতিনিধ, মালদা: মালদা পুলিশের জালে আন্ত:রাজ্য মাদক পাচার চক্রের পান্ডা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মাদক পাচারকাণ্ডে মোস্ট ওয়ান্টেড হাসমত শেখকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে তার আরও ২ সঙ্গীকে।
মালদার কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটোলার বাসিন্দা হাসমত পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড মণিপুর প্রভৃতি একাধিক রাজ্যে মাদক কারবারের বড়সড় চক্র তৈরি করেছিল। আগেই গ্রুপের অন্তত ১০০ জন মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করে। হাসমতের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তার ২ সাগরেদ সাব্বির শেখ এবং রবিউল শেখকে। সাব্বির মালদার কালিয়াচকের শাহবাজপুরের বাসিন্দা আর রবিউলের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে। হাসমত এই রাজ্যে ব্রাউন সুগার তৈরি এবং ডিস্ট্রিবিউশনের অন্যতম মাথা বলে দাবি পুলিশের। মণিপুর থেকে কাঁচামাল এনে বিভিন্ন রাজ্যে সরবরাহ করা এবং ব্রাউন সুগার তৈরি ও বিক্রির চক্র রয়েছে হাসমতের। মাত্র ২৭ বছর বয়সেই বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী হাসমত। সিকিম, দার্জিলিং, কলকাতাসহ একাধিক জায়গায় তার হোটেল রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, সম্প্রতি মালদা পুলিশের মাদকবিরোধী অভিযানের কারণে হাসমত তার মাদক তৈরির কারবার মালদার কালিয়াচক থেকে সরিয়ে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে নিয়ে যায়। হাসমতের বিরুদ্ধে তদন্ত করছে নারকোটিক কন্ট্রোল ব্যুরোও। হাসমত ও তার সঙ্গীদের আজ মালদা আদালতে তোলা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে হেফাজতে নিয়েছে পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us