/anm-bengali/media/media_files/2025/12/10/whatsapp-image-2025-12-10-2025-12-10-15-03-48.jpeg)
নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: দার্জিলিং জেলা পুলিশের জিরো টলারেন্স অভিযানে বড় সাফল্য। খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের তল্লাশিতে গন্ডগোল জোতের বাসিন্দা কুখ্যাত মহিলা মাদক কারবারি সাদিকা খাতুনের (৩৬) বাড়ির শৌচাগারের সাব ট্যাঙ্কের ধার থেকে উদ্ধার হল মোট ৩০৬ গ্রাম ব্রাউন সুগার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাড়ি তল্লাশি চলাকালেই এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনটি প্যাকেটে ভরা ব্রাউন সুগার সাব ট্যাঙ্কের পাশে দক্ষতার সঙ্গে লুকিয়ে রাখা ছিল। দীর্ঘদিন ধরেই সাদিকা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এমন অভিযোগে নজর ছিল পুলিশের। অবশেষে জিরো টলারেন্স অভিযানে ধরা পড়ল এই চক্রের অন্যতম সক্রিয় সদস্যা।
NDPS ধারায় মামলা রুজু করে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। কে বা কারা এই মাদক কারবারের সঙ্গে যুক্ত, সেই নেটওয়ার্ক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us