গাড়ি দাঁড় করিয়ে উধাও চালক

শোরগোল বেনাচিতির শাল বাগান এলাকায়। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-21 3.13.41 PM

নিজস্ব প্রতিনিধি: বিহারের গাড়ি সন্দেহভাজন ভাবে বেনাচিতির শাল বাগানে দাঁড় করিয়ে উধাও চালক। শোরগোল এলাকায়। তদন্তে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, শনিবার সন্ধ্যায় এক ব্যক্তি এই এলাকায় চার চাকার গাড়িটি থামায়। গাড়ি সরানোর জন্য বলা হলে ওই ব্যক্তি বলেন তিনি বাজারে যাচ্ছেন। তারপর হাতে একটি ব্যাগ নিয়ে বাজারের দিকে চলে যান। কালো জামা পড়েছিলেন ওই ব্যক্তি। তারপর থেকেই এইখানে দাঁড়িয়ে রয়েছে গাড়িটি।

 রবিবার সকালেও গাড়িটি একইভাবে দাঁড়িয়ে থাকায় এলাকার মানুষের মধ্যে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। গাড়িটি কেন এইভাবে দাঁড় করিয়ে চলে গেলেন ওই ব্যক্তি? কোনও অপরাধ ঘটিয়ে আসেনি তো? এইরকমই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। কি কারনে কেন এই গাড়ি এইভাবে রাখা হয়েছে? কালো জামা পড়ে ওই ব্যক্তি বা কে? সেই পুরো বিষয় খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।