হাসপাতালের পাশে ড্রেন নোংরা, ছড়াচ্ছে গন্ধ

দুর্গাপুরের মহকুমা হাসপাতালে পাশের এলাকায় চরম অসুবিধায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-08 at 4.14.02 PM

হরি ঘোষ, দুর্গাপুর: দুর্গাপুর মহকুমা হাসপাতালের পাশে দুর্গন্ধে টেকা যাচ্ছে না। রাস্তা অপরিষ্কারের জেরে নাজেহাল সাধারণ মানুষ। 

হাসপাতালের পাঁচিলের গায়ে থাকা ড্রেন দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ায় ভাঙা ড্রেনের মাধ্যমে অপরিষ্কার জল রাস্তার উপর ছড়িয়ে পড়ছে। এতে নাকি দুর্গন্ধে দম বন্ধ হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলও বিঘ্নিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনের এই অংশটি ভাঙা অবস্থায় থাকায় ড্রেনের দুর্গন্ধ ছড়াচ্ছে এবং রাস্তার উপর অপরিষ্কার জল চলে আসছে। “আমরা প্রতিদিনই অসুবিধার মধ্যে পড়ছি। এই সমস্যার দ্রুত সমাধান চাই", বললেন এক এলাকাবাসী। দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পুরপিতা দীপেন মাঝি বলেন, “আমরা এই সমস্যার কথা শুনেছি এবং যথা শীঘ্রই ড্রেন পরিষ্কারের ব্যবস্থা নেব। পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের সুবিধাও নিশ্চিত করা হবে"। এখন অপেক্ষা, প্রশাসন কবে কার্যকরভাবে ব্যবস্থা নেবে। স্থানীয়রা আশা করছেন যে খুব শীঘ্রই তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

WhatsApp Image 2025-10-08 at 4.14.18 PM