আমরা এর বিচার চাই

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, আরজি কর মেডিকেল কলেজের ঘটনা সম্পর্কে মন্তব্য করলেন, বিশিষ্ট চিকিৎসক রিমো নস্কর।

author-image
Shroddha Bhattacharyya
New Update

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, আরজি কর মেডিকেল কলেজের ঘটনা সম্পর্কে, বিশিষ্ট চিকিৎসক রিমো নস্কর বলেছেন, "এই ঘটনা নিয়ে মন্তব্য করার মতো কোনও অবস্থাতেই নেই। এটা একটা নৃশংস ঘটনা এবং পাশবিক ব্যাপার।

publive-image

আমাদেরই এক বোন, আমাদের এক জুনিয়র, ডিউটিতে থাকাকালীন তার মৃত্যু কেউই মেনে নিতে পারছে না। শারীরিক, মানসিক সকল দিক থেকে আমাদের নাড়িয়ে দিয়েছে।

publive-image

এটা নিয়ে কোনওরকম সহানুভূতি বা অন্যকিছুর জায়গা নেই। আমরা এর বিচার চাই। আমরা চাই যাতে এই ঘটনায় দোষীর চরমতম শাস্তি হোক।"




Adddd