New Update
/anm-bengali/media/media_files/Mtr6Krbc6EUXLJWsMBz1.jpeg)
নিজস্ব প্রতিনিধি: গতকাল সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ভগবানবাসান এলাকায় ১৬ নং জাতীয় সড়কের পাশেই নিজের বাড়ির চেম্বারে খুন হন সস্ত্রীক এক হাতুড়ে চিকিৎসক। তারপর পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে। আর বুধবার রাতে মৃতদেহ এলাকায় আসতেই নিহতের পরিবারদের সমবেদনা জানাতে উপস্থিত হন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া সহ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানান। দোষীদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন বিধায়ক।
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us