মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারুন- সোজা দাওয়াই মিঠুনের

কি বললেন মিঠুন চক্রবর্তী?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-26 2.13.59 PM

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ, হুগলি: মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারুন। এভাবেই দলীয় কর্মীদের কাছে পাল্টা মারের দাওয়াই দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয়ে দুটি বিধানসভা নিয়ে দলের কর্মী সম্মেলনে হাজির হয়ে কর্মীদের এমনই বার্তা দিলেন মিঠুন। আগামী বিধানসভা নির্বাচনে বুথের কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার বার্তা দেন তিনি।

এমনকী কোনো অভিযোগ থাকলে ক্লোজ ডোর কর্মী সম্মেলনে কর্মীদের কাছে নিজের হোয়াটস অ্যাপ নম্বর বিলিয়েছেন মিঠুন। দলের নেতা থেকে বিধায়কদের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে সরাসরি তাঁকে জানানোর কথা বলেন। কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "কর্মীদের যা বার্তা দেওয়ার দিয়ে দিয়েছি"।