প্রয়াত ডোমকলের বিধায়ক, তৃণমূলের অন্দরে শোকের ছায়া

জুলাই মাসে আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন জাফিকুল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: প্রয়াত ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় এক মাস ধরে সেখানেই চিকিৎসাধীন ছিলেন বিধায়ক।

গত জুলাই মাসে আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন জাফিকুল। প্রথমে মুর্শিদাবাদে চিকিৎসা হয়, পরে গ্রিন করিডর করে তাঁকে আনা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। জানা যায়, সে সময় তাঁর রক্তবমি হয়েছিল, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল এবং জ্ঞানও হারাচ্ছিলেন তিনি।

২০২৩ সালে নিয়োগ দুর্নীতি মামলায় জাফিকুলের বাড়িতে অভিযান চালিয়েছিল সিবিআই। প্রায় ১১ ঘণ্টার তল্লাশিতে উদ্ধার হয়েছিল লক্ষ লক্ষ নগদ টাকা। তবে সেই সময় তিনি বারবার দাবি করেছিলেন, দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

jafikul

তাঁর রাজনৈতিক কেরিয়ার দীর্ঘ না হলেও ঘটনাবহুল। প্রথমে পুরভোটে জিতে ডোমকলের কাউন্সিলর হন। পরে অনাস্থা আনা হলে পুরপ্রধানের পদে বসেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই রাজনীতিতে আরও উপরে ওঠেন এবং শেষ পর্যন্ত বিধায়ক নির্বাচিত হন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময় একটি গাড়ি কিনে চালানো শুরু করেছিলেন জাফিকুল। পরে ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে ওড়িশায় পাড়ি দেন। ধীরে ধীরে বাড়তে থাকে তাঁর প্রভাব-প্রতিপত্তি।

তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ডোমকলে। স্থানীয় রাজনীতিতেও এক শূন্যতার সৃষ্টি হল বলে মনে করছে অনেকে।