কেন্দ্রই পুরস্কার দেয়, বিজেপি ভেবে দেখুক ! আইন-শৃঙ্খলা ও 'পেগাসাস'-এর সঙ্গে 'সঞ্চার সাথী' বিতর্কে কেন্দ্রকে তোপ দোলা সেনের

কি বললেন দোলা সেন ?

author-image
Debjit Biswas
New Update
dola sen

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ বিজেপি (BJP)-এর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করা সমালোচনার তীব্র জবাব দিলেন তৃণমূল কংগ্রেস (TMC)-এর সাংসদ দোলা সেন। একই সঙ্গে, কেন্দ্রীয় সরকারের নীতির ঘন ঘন পরিবর্তন নিয়েও তিনি কেন্দ্রকে একহাত নেন এবং 'পেগাসাস'-এর সঙ্গে 'সঞ্চার সাথী' অ্যাপ প্রত্যাহারের বিতর্কের তুলনা টেনে আনেন।

পশ্চিমবঙ্গ বিজেপির টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডেলে আইন-শৃঙ্খলা নিয়ে তোলা অভিযোগের জবাব দিতে গিয়ে দোলা সেন একটি মোক্ষম প্রশ্ন ছুঁড়ে দেন,"পশ্চিমবঙ্গ বিজেপির অবস্থা দেখে আমরাও খুব দুঃখিত।  যদি তারা আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে, তবে আমরা শুধু এইটুকুই জিজ্ঞেস করতে চাই যে আইন-শৃঙ্খলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কেন কেন্দ্রের কাছ থেকে পুরস্কার পাচ্ছে ? পশ্চিমবঙ্গ বিজেপির এই বিষয়ে ভাবা উচিত।" তাঁর এই মন্তব্য কার্যত বিজেপির রাজ্য নেতৃত্বের অভিযোগকে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতির দ্বারাই খারিজ করে দিল।

bjp flag

কেন্দ্রীয় সরকার কর্তৃক 'সঞ্চার সাথী' (Sanchar Saathi) অ্যাপ বাধ্যতামূলকভাবে প্রি-ইনস্টলেশন করার নির্দেশ প্রত্যাহারের বিষয়ে দোলা সেন সরকারের 'বিভ্রান্তি' নিয়ে প্রশ্ন তোলেন। তিনি এই ঘটনাকে পূর্বেকার 'পেগাসাস' নজরদারি বিতর্কের সঙ্গে তুলনা করেন,"তারা প্রথমে পেগাসাস নিয়ে এসেছিল। তারা কিছুতেই স্বীকার করতে রাজি ছিল না। পরে তারা স্বীকার করে এবং তা প্রত্যাহার করে নেয়। এখন, তারা সঞ্চার সাথীর সঙ্গেও একই কাজ করছে। বিজেপি অত্যন্ত বিভ্রান্ত। বিজেপি আসল কাজ করতে অক্ষম।"

দোলা সেনের মতে, ঘন ঘন নীতি পরিবর্তন প্রমাণ করে যে কেন্দ্রীয় সরকার তার নিজস্ব নীতি নিয়ে নিশ্চিত নয় এবং তারা জনগণের জন্য কোনো কার্যকর কাজ করতে পারছে না।