/anm-bengali/media/media_files/2025/08/20/whatsapp-image-2025-08-20-2025-08-20-15-18-34.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার রাত ৮টা নাগাদ ডাক্তার সোরেনের মৃতদেহ ময়নাতদন্তের পর ডেবরার বাড়িতে আনা হয়। বুধবারও থমথমে হয়ে রয়েছে এলাকা। ডেবরার ষাঁড়পুর লোয়াদা অঞ্চলের অনন্তবাড় এলাকার বাসিন্দা ডাক্তার সোরেনকে আবগারি দফতর মারধর করে মেরে ফেলেছে বলে দাবি বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃত্বদের। একই দাবি করেছেন ডাক্তারের স্ত্রী সুপর্ণা সিং সোরেন, দিদি দুলি হাঁসদা প্রমুখ।
স্ত্রী সুপর্ণার দাবি, "রীতিমত সুস্থ অবস্থায় নিজের বাইক নিয়ে ভোরবেলা কাজে বেরিয়েছিল। রাস্তাতে ওকে আটক করে। সকাল ৮টা নাগাদ আবাগারি দফতর থেকে ফোন করে আমাদের জানায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এর মাঝখানে কি হল? আমরা বিচার চাই"। স্ত্রী, দিদি ও বৃদ্ধ বাবা-মা ছাড়াও ডাক্তারের দুই নাবালক সন্তান (৮ বছরের একটি ছেলে ও ৪ বছরের একটি মেয়ে) রয়েছে। ডাক্তারের দিদি দুলি হাঁসদার দাবি, "আমার ভাইকে ওরা মারধর করার ফলেই মৃত্যু হয়েছে। কিন্তু, ওরা বলছে দুর্ঘটনা ঘটেছে। কোনও দুর্ঘটনা ঘটেনি। আমাদের কাছে সব প্রমাণ আছে। আমরা আইনের দ্বারস্থ হব। থানায় লিখিত অভিযোগ দায়ের করব"। এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন আবগারি দফতরের কর্তারা। তবে মঙ্গলবার ডেবরা থানা থেকে বারবার অভিযোগ চাওয়া হলেও থানায় কোনও অভিযোগ দায়ের করেনি মৃত ডাক্তারের পরিবার।অপরদিকে ডেবরায় মঙ্গলবার বিকেল থেকে দফায় দফায় ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী। রাত ১০টার পর পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ। বুধবারও ডেবরা জুড়ে একটা চাপা উত্তেজনা রয়েছে। তবে এই বিষয়ে আবগারি দফতরের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি। তবে আবগারি সূত্রের খবর, দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ডাক্তারের। আজ দুপুরে ডাক্তারের পরিবার ডেবরা থানার বাইরে ধরনায় বসবে। পাশাপাশি আজ ডাক্তারের মৃতদেহ দাহ করা হবে বলে সূত্রের খবর।
এরপর নতুন আপডেট অনুযায়ী, ডেবরা থানায় মৃত ডাক্তারের পরিবার আবগারি দফতরের বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে যেখানে বলা আছে মারধর করে ডাক্তার সরেন কে মেরে ফেলা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us