New Update
/anm-bengali/media/media_files/GIcP0Fr3WeRi2ESL5tux.jpeg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আজ ২ রা মে প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার ৮০ দিনের মাথায় প্রকাশ করা হল মাধ্যমিকের ফলাফল। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ১৩ জন। যার মধ্যে সফল ভাবে উত্তীর্ণ হয়েছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/05/Chandrachur-Sen.jpg)
পরীক্ষায় এবছর মোট ৬৯৩ নম্বর নিয়ে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন প্রথম স্থান অধিকার করেছে। প্রথম স্থান অধিকারের পরে সাংবাদিকরা তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তাকে প্রশ্ন করা হয় যে ভবিষ্যতে সে জীবনে কি হতে চায় ? উত্তরে সে জানায় যে, '' আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই। আমার মা-বাবাও চান আমি চিকিৎসক হই। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোব। ''
/anm-bengali/media/post_attachments/6d4a4f337c4573a63aead4f0bc66e40b651243732d21d62306d41e73b5731272.jpg?size=700:394)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us