Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/UkYumdTa09ZgQ0Po5kdU.jpg)
নিজস্ব প্রতিনিধি, দিঘা: আগামী শনিবার অর্থাৎ কাল রয়েছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। অন্যান্য কেন্দ্রের পাশাপাশি নির্বাচন রয়েছে কাঁথি লোকসভায়। কাঁথি লোকসভার মধ্যে পড়ছে রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা।
/anm-bengali/media/media_files/FQqzzNezGPcMyo4tfLvj.jpg)
ফলে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে বহিরাগতরা এলাকায় প্রবেশ করতে পারবে না। ফলে দিঘা বেড়াতে এলে সমস্যায় পড়তে হবে পর্যটকদের।যারা শনি-রবি ২ দিন দিঘায় বেড়াতে আসার পরিকল্পনা করে রেখেছেন তাদের এই দুইদিন এড়িয়ে চলা উচিত এই স্থান৷ কারণ দিঘা যাওয়ার রাস্তায় মোড়ে মোড়ে চলছে পুলিশের নাকা চেকিং। বৈধ প্রমাণপত্র দেখাতে না পারলে সমস্যার সম্মুখীন হতে হবে।
/anm-bengali/media/post_attachments/6f1591f7a8fe9b84187dba2e169be81e658986e23ca5f36c531a0e1c83e806e4.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us