দাসপুরে পুজো উদ্বোধনে জেলা পুলিশ সুপার

কোথায় উদ্বোধন করলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-09-26 214056

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সোনাখালী স্কুলপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির ২২ তম বর্ষে তাদের পুজোর থিম 'করি যন্ত্রের বন্দনা, তবু যন্ত্রতেই যন্ত্রণা'। আজ দাসপুরের এই পুজোর উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। এছাড়াও দাসপুরের শিবপুর মহিলা দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধনও করেন তিনি। পাশাপাশি দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার সন্দীপ সেন, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার, সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ মন্ডল সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

Screenshot 2025-09-26 214129