গ্রীষ্মকালীন সেফটি কিট বিতরণ জেলা পুলিশের

কাদের বিতরণ করা হল এই সামগ্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-14 at 4.32.17 PM

নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার: রোদের তাপে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পথ চলতি মানুষদের পথ দেখানোটাই যাদের কাজ সেই সিভিকদের আজ জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া হল ছাতা, জলের বোতল, গ্লুকোজ, সোলার ফ্যান লাগানো হেলমেট, লাইট , চশমা ও তোয়ালে। 

নন্দকুমার দীঘা মোড়ে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার এসপি সৌম্যদীপ ভট্টাচার্য্য, অ্যাডিশনাল এসপি নিখিল আগরওয়াল, অ্যাডিশনাল এসপি ট্রাফিক শ্যামল কুমার মন্ডল, এসডিপিও তমলুক আফজন আবরার, ডিএসপি ট্রাফিক চম্পক রঞ্জন চৌধুরী, টিপিআই পূর্ব মেদিনীপুর মলয় মন্ডল, নন্দকুমার থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত দেব, নন্দকুমার থানার ট্রাফিক এসআই সুশান্ত প্রামাণিক প্রমুখ। 

digad

Heat