স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জেলা শাসক

জেলা শাসকের দপ্তরে পালিত হল স্বাধীনতা দিবস। তিরঙ্গা উত্তোলনের পর আয়োজিত হয় বর্নাঢ্য অনুষ্ঠান। পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের শুভেচ্ছা জানান জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজি।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১১১

নিজস্ব প্রতিনিধি, তমলুক : ৭৭ তম স্বাধীনতা দিবসে  জেলাশাসকের দপ্তরে পতাকা উত্তোলন ও সংস্কৃতি অনুষ্ঠানে যোগ দিলেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি।

সারা দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় জেলা শাসক  ভবনে পালিত হল ৭৭তম স্বাধীনতা দিবস। তমলুকের নিমতৌড়িতে জেলাশাসক ভবনের সামনে সকালে পতাকা উত্তোলন করেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি। জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন দিব্যা মুরুগেশন, অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার অনির্বাণ কোলে সহ অন্যান্য দপ্তরের সমস্ত পদাধিকারীকগণ। পতাকা উত্তোলনের শেষে জেলাবাসীর কাছে জেলার সার্বিক উন্নয়নের কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এবং জেলাবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা দেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি। এরপর জেলা শাসকের দপ্তরের নাচ,গান, আবৃতির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।