New Update
/anm-bengali/media/media_files/zzs4PJ0QZuuCQSx9IG24.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের জলমগ্ন এলাকা পরিদর্শনে উপস্থিত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলি কাদেরী ও পুলিশ সুপার ধৃতিমান সরকার। সবং ব্লক অফিসে বৈঠক করার পর উপস্থিত হন বেনেদিঘী হাইস্কুলে। বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন। তাদেরকে নিজে হাতে খাওয়ার পরিবেশন করে জেলা শাসক ও পুলিশ সুপার। পাশাপাশি বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি সবংয়ের আরো কিছু এলাকা ঘুরে দেখবেন। রয়েছে SDRF এর টিম। ওড়ানো হবে ড্রোন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us