/anm-bengali/media/media_files/2025/06/30/0ad88ce4-d7c2-4a59-a0ef-b1f737232acf-2025-06-30-12-52-27.jpeg)
নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা- ২ নং ব্লকের পিয়াশালা ও জোগারডাঙা অঞ্চলের সংযোগকারী শিলাবতী নদীর ব্রিজ ভেঙে যাওয়ায় অনেক সমস্যায় রয়েছে এলাকাবাসী।
/anm-bengali/media/post_attachments/82c780a2-071.png)
তবে প্রাকৃতিক দুর্যোগে প্রশাসন তৎপর।
/anm-bengali/media/post_attachments/5a7343d3-849.png)
অ্যাপ্রোচ রোড ভেঙে গিয়েছে।
/anm-bengali/media/post_attachments/56ca11da-af6.png)
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বরাদ্দ প্রায় ৪৯ লক্ষ টাকা ব্যয়ে কজওয়ে বানানোর কাজ চলছিল। একটু জল কমলে বা বাঁধ দিয়ে জল বের করে কজওয়ের বাকি নির্মাণ করে মাঝে বাঁশের সেতু করে জনসাধারণের সুরাহা করার ভাবনা চলছে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, জেলা পরিষদ সদস্য মহম্মদ রফিক, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বরেন মন্ডল সহ সংশ্লিষ্ট ব্লক ও অঞ্চল নেতৃত্বে এবং শিক্ষক নেতা রঞ্জন দে উপস্থিত ছিলেন। রাস্তাঘাট, কালভার্ট, সব্জি ক্ষেত, বাড়িঘর ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার সরেজমিনে পুরো এলাকা খতিয়ে দেখলেন দলটি। এই নিয়ে জেলায় একটি রিপোর্ট জমা দেওয়ারও কথা রয়েছে। এই বিষয়ে জানান নির্মল ঘোষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us