শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের জেলা সম্মেলন, বালিচক গার্লস হাই স্কুল

আগামী ২১ শে জানুয়ারি কলকাতার মিত্র ইনস্টিটিউশন (মেইন)-এ সংগঠনের রাজ্য সম্মেলন।

author-image
Adrita
New Update
s

নিজস্ব সংবাদদাতাঃ আজ শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বালিচক গার্লস হাই স্কুলে। শতাধিক শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ব্যক্তি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। উদ্বোধক ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মোহিনী মোহন মাইতি। আগামী লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের নিরাপত্তা এবং ভোটারদের নিজ ইচ্ছা অনুযায়ী ভোটদানের অধিকার সুনিশ্চিত করবার জন্য প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্সের দাবি, দুর্নীতিমুক্ত নিয়োগ, এ আই সি পি আই অনুযায়ী মহার্ঘ ভাতা, সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীর জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিম সহ বিভিন্ন দাবিতে মুখরিত হয় সম্মেলন। 

d

নবনির্বাচিত জেলা কমিটির সভাপতি হয়েছেন নছিপুর আদিবাসী হাই স্কুলের শিক্ষক সায়ন্তন অবস্তি, সম্পাদক শিক্ষক রাধাপদ দাস, কোষাধ্যক্ষ শিক্ষক অমিত কুমার রায়। উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী।