নাবালিকা বিয়ে রোধে উদ্যোগী জেলা প্রশাসন, এলাকায় ঘুরে সচেতনতার বার্তা কর্মাধ্যক্ষর

কি বার্তা দেওয়া হল?

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-11-20 173552

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলাতে বাল্য বিবাহের সংখ্যাটা কম নয়। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ডেবরায় তিন জায়গায় নাবালিকা বিবাহের খবর আসে। সেই মতো ডেবরা থানার পুলিশ ও চাইল্ড ডিপার্টমেন্ট এর লোকজন মেয়েদের বাড়িতে গিয়ে হাজির হয়। যান পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যান দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু। এদিন ডেবরার চককৃপান, রাধামোহনপুর এবং আরো একটি জায়গায় গিয়ে যে সমস্ত পরিবার নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে তাদের সতর্ক করে এসেছেন। মেয়েরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে নয়, জানান কর্মাধ্যক্ষ শান্তি টুডু।

Screenshot 2025-11-20 173607