আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে জেলা পরিষদের সভাধিপতি

কে কে ছিলেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-27 at 6.22.04 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার প্রতিটি বুথ স্তরে নানা ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে "আমাদের পাড়া আমাদের সমাধান" কর্মসূচি পালিত হচ্ছে। এই মর্মে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৫ নং মালিগ্ৰাম অঞ্চলের ১৮২ নং ১৮৬ নং ও ১৮৭ নং বুথ নিয়ে উত্তর কলাপূজা প্রাথমিক শিশু শিক্ষা নিকেতনে আয়োজিত ক্যাম্প পরিদর্শন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি। ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সেখ সবেরাতি, পিংলা ব্লকের বিডিও লাকপা ওয়াংচু শেরপা, পিংলা থানার ওসি চিন্ময় প্রামানিক, পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা কনকলতা গুছাইত জানা, পিংলা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মাজারুল রহমান সহ অনান্যরা।

WhatsApp Image 2025-08-27 at 6.38.37 PM