/anm-bengali/media/media_files/mAHSwtPFkgBZj3lMIzJO.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : লোকসভা নির্বাচনের আগে সাবধানবানী বাম নেতার! ডায়মণ্ড হারবারের মানুষ অসম্মানিত বলে সুজন চক্রবর্তী নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। লুঠপাট থেকে তোলাবাজি, পাচারকাণ্ড, নিয়োগদুর্নীতি থেকে ভোট লুঠ নিয়ে তৃণমূলকে তুলোধনা করেছেন বাম নেতা। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন -
লুঠ-তোলাবাজী-পাচারকান্ড
নিয়োগ দূর্নীতি-ভোট ডাকাতি
সবেতেই সিদ্ধহস্ত তৃণমূলের নেতারা।
''দুর্নীতি পাচার সহ
নানান অপরাধে অভিযুক্তকে
সাংসদ পেয়ে
অসম্মানিত ডায়মণ্ড হারবারের মানুষ।
জ্যোতির্ময় বসুরা ওদের বরাবরের গর্ব।।
বরং ফেরেব্বাজদের পাল্লায় পড়ে
ওখানকার মানুষ বাস্তবতই লজ্জিত।।''
লুঠ-তোলাবাজী-পাচারকান্ড
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) November 11, 2023
নিয়োগ দূর্নীতি-ভোট ডাকাতি
সবেতেই সিদ্ধহস্ত তৃনমূলের নেতারা।
দূর্নীতি পাচার সহ
নানান অপরাধে অভিযুক্তকে
সাংসদ পেয়ে
অসম্মানিত ডায়মন্ড হারবারের মানুষ।
জ্যোতির্ময় বসুরা ওদের বরাবরের গর্ব।।
বরং ফেরেব্বাজদের পাল্লায় পড়ে
ওখানকার মানুষ বাস্তবতই লজ্জিত।। pic.twitter.com/02reh0xH4L
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us