চরমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল! ২৪-এর আগে বাড়ছে অস্বস্তি

জেলা সভাপতির জন্য জেলা কার্যালয়ের দরজা বন্ধ করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব! নেপথ্যের ঘটনা নিয়ে কুলুপ মুখে। কোন্দল! পশ্চিম মেদিনীপুরে অস্বস্তি ঘাসফুল শিবিরে।

author-image
Pallabi Sanyal
New Update
dfdfd



দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা সভাপতিকে প্রবেশ করতে দেওয়া হবে না, এমনই নির্দেশিকা তৃণমূলের বুথ সভাপতি থেকে শুরু করে নেতাকর্মীদের। তৃণমূল কর্মীদের সাফ কথা, জেলা সভাপতিকে তারা আর এই পার্টি অফিস ব্যবহার করতে দেবেন না। জেলা তৃণমূলের সভাপতি আশিষ হুদাইত  দাসপুরবাসীর সাথে প্রতারণা করেছেন। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বকুলতলা এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়কে জেলা তৃণমূলের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল কয়েক বছর ধরে। আর সেই কার্যালয় হঠাৎ করে আজ এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা তালা লাগিয়ে দিল। খুলে দেওয়া হল জেলা তৃণমূলের দলীয় ফেস্টুন। তাদের দাবি, এই কার্যালয়ে জেলা সভাপতিকে প্রবেশ করতে দেওয়া হবে না, এটি শুধুমাত্র দলের কার্যালয় হিসেবে ব্যবহার হবে। এলাকার বুথ কর্মীরা ব্যবহার করবেন। তার কারণ জেলা তৃণমূলের সভাপতি আশিষ হুদাইত  দাসপুরবাসীর সাথে প্রতারণা করেছে।  কিন্তু কি প্রতারণা করেছে এই বিষয়ে তৃণমূল কর্মীরা ক্যামেরার সামনে কিছু বলেননি। এ বিষয়ে জেলা তৃণমূলের সভাপতি আশিষ হুদাইত বলেন, 'আমি দিল্লিতে রয়েছি, এই বিষয়ে আমার কিছু জানা নেই।' তবে তিনি বলেন, 'কে, কোথায় তালা দিল এ নিয়ে আমার কোন মাথাব্যথা নেই।' যদিও গোটা ঘটনায় ইতিমধ্যে পড়ে গিয়েছে শোরগোল।

hiring 2.jpeg