দীঘার অদূরে জুরাসিক পার্ক "ডাইনোসরের দেশে"র থিমে মায়ের আবাহনী

এই পুজোকে ঘিরে বাঙালির উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-15 at 2.07.10 PM

নিজস্ব প্রতিনিধি, দীঘা: ডাইনোসরের থিম ব্যবহার করে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করা যে সম্ভব তা করে দেখাচ্ছে ডব্লিউ এস এ লোটাস ক্লাব। দীঘার পাশেই অলংকারপুরে অলংকারপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এবারের থিম "ডাইনোসরের দেশে" যেখানে বাঁশ ও খড় দিয়ে ডাইনোসরের প্রতিকৃতি তৈরি করে প্রাগৈতিহাসিক যুগের আমেজ আনা হবে। প্যান্ডেলে বিশাল ডাইনোসরের মডেল ও ডাইনো প্রাণী দিয়ে মণ্ডপ সাজানো হবে, যা দর্শকদের জুরাসিক যুগে ফিরিয়ে নিয়ে যাবে। এই ধরনের মণ্ডপে এক বিশেষ জগৎ তৈরি করা হয়। সাধারণ মানুষদের পাশাপাশি পর্যটকদের কাছে এক অভিনব আকর্ষণ হয়ে উঠবে এই পুজোর থিম।

বিবর্তনের ফলে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে। দূষণ এবং নগরায়নের ফলে আরও প্রজাতি বিলুপ্ত হচ্ছে। ডব্লিউ এস এ লোটাস ক্লাব জুরাসিক যুগে প্যান্ডেল ভ্রমণ করাবে দর্শকদের। অনেকগুলি বিশাল ডাইনোসর তাদের মাথার উপরে থাকবে। পরিবেশবান্ধব মণ্ডপ তৈরি হচ্ছে। ৩৬তম বর্ষে ডব্লিউ এস এ লোটাস ক্লাব এবার দর্শকদের জন্য নিয়ে আসছে অভিনব ভাবনা ও প্রতিমায় থাকছে টেরাকোটার শিল্প। পুজোয় বিভিন্ন অনুষ্ঠানের সাথে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতার। 

Dinosauri Jurassic Park 2 Jurassic World 2 Plot: Animatronic Dinosaurs