হাত জ্বলে যাবে! দিলীপের নতুন হুঁশিয়ারি

তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে সুর চড়ালেন খড়গপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।তার মুখে শোনা গেল নতুন হুঁশিয়ারি।

author-image
Pallabi Sanyal
New Update
dilip

নিজস্ব সংবাদদাতা : শালবনীতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় কুড়মিদের কোনো দোষ নেই বলে ঘটনায় বিজেপিকেই দায়ী করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সোমবার আরো একজন কুড়মি নেতাকে গ্রেফতার করা হয়েছে। আর এই নিয়ে দ্বিচারিতার অভিযোগে সুর চড়ালেন খড়গপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তার বক্তব্য, বলা হচ্ছে যে কুড়মিরা আক্রমণ করেনি, অথচ তাদেরই গ্রেফতার করা হচ্ছে! একই সঙ্গে রাজ্যের শাসকদলকে সাবধান করে হুঁশিয়ারির সুরে তিনি বলেন যে বিজেপির গায়ে হাত দিলে হাত জ্বলে যাবে। দিলীপ ঘোষের সাফ কথা, জঙ্গলমহলে একজন বিজেপি কর্মীও যদি আক্রান্ত হন, তৃণমূলকে আর ঢুকতে দেওয়া হবে না। এমনকি, ঘটনার আঁচ পৌঁছবে কালীঘাটেও। ধৃত রাজেশ মাহাতোর প্রসঙ্গে বলেন যে পুড়মি নেতা আন্দোলনে ছিলেন, তা প্রমাণ হয়নি। তাতেও তাকে বদলি করা হল। জেলে ঢোকানো হল। কে বা কারা বীরবাহা হাঁসদার গাড়ি ভেঙেছে তা কেউ দেখেছে কিনা সে নিয়েও প্রশ্ন তোলেন। গোটা ঘটনাকে নাটক বলে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।