/anm-bengali/media/media_files/2025/07/22/whatsapp-image-2025-07-22-at-151404-2025-07-22-15-19-00.jpeg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়গপুরের গোলবাজার এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে চা চক্র করেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।
আর সেখান থেকেই অপারেশন সিঁদুর সম্পর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “কিছু লোকের সন্দেহ আছে, তবে সংসদে বাদল অধিবেশনে আলোচনার সময় সবকিছু পরিষ্কার হয়ে যাবে। মানুষ জানতে পারবে প্রধানমন্ত্রী মোদী এবং সেনাবাহিনী কী দুর্দান্ত কাজ করেছেন”।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/20/PAZeIMpDlIwtMEdEevZ0.png)
একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের ৪০-৫০ লক্ষ মানুষ রাজ্য ছেড়ে চলে গেছে কারণ তিনি বাংলাদেশীদের প্রধানমন্ত্রী গরীব কল্যাণ প্রকল্পের সুবিধা দিতে দিচ্ছেন কারণ তারা তাকে ভোট দিচ্ছেন। তার উচিত পশ্চিমবঙ্গকে কাশ্মীরে পরিণত করা নয়। প্রধানমন্ত্রী মোদী বাংলা ভাষাকে সম্মান করেছেন এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি স্থাপন করেছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল রাজনীতি করছেন”।
#WATCH | Paschim Medinipur, West Bengal | On Operation Sindoor, BJP leader Dilip Ghosh says, "Some people have doubts, but everything will be cleared during Monsoon Session discussion in the Parliament. People will know what great work was done by PM Modi and the army..."
— ANI (@ANI) July 22, 2025
On… pic.twitter.com/hd0fKg5wfj
চা-চক্র থেকে দিলীপ ঘোষ আর কি বললেন আসুন শুনে নিই -
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us