সেটিং! কেন ঘাঘর ঘেরা করা হল না অভিষেককে?

বেলাগাম মন্তব্য দিলীপ ঘোষের। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সোনাখালীতে এক দলীয় সভায় যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘাঘর ঘেরা করার ডাক দিয়েও করা হয়নি বলে সেটিংয়ের তত্ত্ব নিয়ে সুর চড়িয়েছেন খড়গপুরের সাংসদ।

author-image
Pallabi Sanyal
New Update
11

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বেলাগাম মন্তব্য দিলীপ ঘোষের। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সোনাখালীতে এক দলীয় সভায় যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘাঘর ঘেরা করার ডাক দিয়েও করা হয়নি বলে  সেটিংয়ের তত্ত্ব নিয়ে সুর চড়িয়েছেন খড়গপুরের সাংসদ। তিনি বলেন, ''কুড়মি আন্দোলনের ঘাঘর ঘেরায় বেছে বেছে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদেরই ঘেরাও করা হচ্ছে, অন্যরা বাদ যাচ্ছেন।  এটা একটা সেটিং হতে পারে। অভিষেক বন্দোপাধ্যায় জঙ্গলমহলে আসবেন। তাকে ঘেরাওয়ের ডাক দেওয়া হলেও হয়নি তা,তাকে ঘেরাও করে দেখাক। রাজ্যের একাধিক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণ হচ্ছে। সব তৃণমূলের মদতে, যাতে মানুষকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা যায়, আর সিআইডিকে দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়া যায়।'' 

124

প্রসঙ্গত,আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দলীয় সংগঠনকে চাঙ্গা করে তোলার নিরিখে এবং জনসংযোগ বৃদ্ধির উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ২ নম্বর ব্লকের সোনাখালিতে এক কার্যকারিনী সভায় যোগ দেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।বজবজ, এগরা এবং ইংরেজবাজারে বাজি বিস্ফোরণের প্রসঙ্গে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণের পথে হাটেন দিলীপ ঘোষ।দিলীপবাবু বলেন, ''তৃণমূল এখন বোমা বাজির ব্যবসা শুরু করেছে,রাজ্যে তো আর কোনো শিল্প নেই, তাই এই সমস্ত করেই তাদের কর্মীদের সামলাতে হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে কিভাবে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বাড়িতে ঢুকিয়ে দেওয়া যায় তারই একটা পূর্ব পরিকল্পন।সিআইডি তদন্ত করে বাজি কারখানার বিস্ফোরণের ঘটনা চাপা দেওয়ার চেষ্টা চলছে,সাধারণ মানুষকে সচেতন হতে হবে।''