New Update
/anm-bengali/media/media_files/jAzUdu6LZ6YBIbVi94Ct.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বাতিল করে দেওয়া হল বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) মিছিল। বিজেপির দাবি, পুলিশের কাছে সবরকম জানিয়েও শেষ মুহূর্তে র্যালি বাতিল করে দেওয়া হয়েছে। পুলিশের দাবি, যেহেতু তৃণমূলের কর্মসূচি রয়েছে সেজন্য অনুমতি দেওয়া যাবে না। এমনকি আদালতের নিয়ম অনুযায়ীও নাকি এই র্যালি করা সম্ভব নয় বলে দাবি পুলিশের। এদিকে বিজেপির দাবি, দলের কাছে সব নথি রয়েছে এবং ২৪ ঘণ্টা আগে মেইল করে দেওয়া হয়েছিল। মনে হয় পুলিশ সেটা দেখতে পারেনি। ঘেরাও অভিযান করলে পুলিশের অনুমতির দরকার পড়ত, কিন্তু যেহেতু র্যালি করা হবে তারপরেও কেন বাতিল করল পুলিশ তা জানা নেই। পুলিশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হল বিজেপির তরফে। বারোভেতিয়া থেকে পুরসভা অবধি মিছিল করার কথা ছিল দিলীপ ঘোষের। যদিও বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us