হরি ঘোষ, দুর্গাপুর: "দিলীপ ঘোষকে নিয়ে কারোর কারোর অসুবিধে থাকতে পারে, কিন্তু যতই সমালোচনা হোক, দিলীপ ঘোষ তার নিজের স্টাইলেই চলবে", সস্ত্রীক দুর্গাপুরের জগন্নাথ মন্দিরে এসে এমনই মন্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের।
আজ সস্ত্রীক দিলীপ ঘোষ দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দান সংলগ্ন জগন্নাথ মন্দির দর্শনে আসেন ও নিজের হাতে স্নান করান জগন্নাথ দেবকে। এরপর তিনি বলেন, "কোনো বিতর্ক নেই। কারুর কারুর অসুবিধে হচ্ছে। তারা দীঘায় জগন্নাথ মন্দির দর্শন নিয়ে বিতর্ক তৈরী করছেন। যতই বিতর্ক হোক দিলীপ ঘোষ নিজের স্টাইলেই চলবে"। আসলে সম্প্রতি দিঘায় উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দির দর্শনে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তাদের জন্য অপেক্ষায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎ হতেই বঙ্গ রাজনীতিতে ওঠে সমালোচনার ঝড়। দীঘায় মুখ্যমন্ত্রীর আপ্যায়নে তিনি ও তার স্ত্রী মুগ্ধ। সমালোচনা ও বিতর্ক দুই হয়েছে তার স্বামীকে নিয়ে, কিন্তু তার স্বামী কোনো ভুল করতেই পারেন না, মন্তব্য দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের।