/anm-bengali/media/media_files/2025/05/01/iL6zeXth5whVDwvtsmqD.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী যখন ওল্ড দিঘাতে তখন নিউ দিঘার জগন্নাথ মন্দিরের সামনে সমুদ্রপাড় রাস্তায় হাঁটছেন দিলীপ ঘোষ। গতকালকের জগন্নাথ মন্দিরের দর্শন করতে এসে প্রশ্নের মুখে সম্মুখীন হন দিলীপ ঘোষ। তিনি বললেন, “আমি দলবিরোধী কোন কাজ করিনি। আমি সোজা পথে চলি, আজও চলছি। আগামী দিনেও চলবো। দল জানতে চাইলে সবকিছু জানিয়ে দেবো”।
/anm-bengali/media/media_files/2025/05/01/a5G7KYF54zAvX34kgDvM.png)
এদিন তিনি আরও বলেন, “আমি যতদিন দলের পদে ছিলাম, ততদিন দল ভালো করেছে। আমি সরে যেতে দল খারাপ ফল করতে শুরু করেছে। যারা আমার নামে কুমন্তব্য করছে তাদের পিছনটা দেখুন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে মানুষ হয়েছেন আজ খেয়ে মেখে বাঁচার জন্য বিজেপিতে এসেছেন। যারা আমার সমালোচনা করছেন তারা দিনে এক বিছানা রাত্রে অন্য বিছানা, চারটে করে বিয়ে তারা আমার সমালোচনা করেছেন। আমি যখন বিজেপি সভাপতি ছিলাম তখন ৭৭ ছিল আসন। আজকে কেন কমলো, এমপি কমছে, জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত কমছে, প্রশ্ন করবেন না আপনারা। আমি দিলীপ ঘোষ আমার হাত কাটলে হিন্দু রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে। আমি যতদিন বেঁচে থাকব বিজেপি করবো”।
দিলীপ ঘোষ আর কি বললেন শুনুন এবার -
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us