বন্দে ভারত : যা হয়েছে তা নতুন নয়!

দুর্যোগের কবলে পড়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের দুর্যোগ উঠেছিল চরমে। কী প্রতিক্রিয়া দিলীপ ঘোষের?

author-image
Pallabi Sanyal
22 May 2023 | আপডেট করা হয়েছে 23 May 2023
বন্দে ভারত : যা হয়েছে তা নতুন নয়!

নিজস্ব সংবাদদাতা : দুর্যোগের কবলে পড়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের দুর্যোগ উঠেছিল চরমে। এসি বিকল, বায়ু চলাচল করতে না পারায় সৃষ্টি হয়েছিল দমবন্ধ করা পরিস্থিতির। বিদ্যুৎ পর্যন্ত ছিল না। শৌচালয়ের হালও খারাপ ছিল। তবে এসব কিছু নতুন নয় বলেই মন্তব্য দিলীপ ঘোষের। তার সোজা কথা, বন্দে ভারত বলেই নাকি খবর হয়েছে। রাজ্য বিগত দিনে অনেক ঝড়ের সাক্ষী থেকেছে। মৃত্যু প্রত্যক্ষ করেছে। ঝড়-বৃষ্টিতে ট্রেন লাইনে গাছ উপড়ে পড়াও নতুন নয়। তার ছিঁড়ে যায়।  তবে বড় কোনো দুর্ঘটনা না ঘটার জন্য 'ভাগ্য ভালো' বলেছেন দিলীপ।