ষষ্ঠ দফার ৮টি আসনেই জয়লাভ বিজেপির! জানিয়ে দিলেন দিলীপ ঘোষ

আজ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে। সেই নিয়ে বিশেষ মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

author-image
Probha Rani Das
New Update
xvbbcvfx30.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ সারা দেশে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে। সেই নিয়ে গোটা রাজ্য জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। খড়্গপুর শহরের শেরশা স্টেডিয়ামের ২৬৩ নং বুথে ভোট দিয়ে বিশেষ মন্তব্য করেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ।

xvbbcvxg29.jpg

তিনি বলেছেন, "ক্যানডিডেটকে আটকে ভোট আটকানো যায় না। বর্ধমানে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু, ভোট আটকাতে পারেনি। তৃণমূল হতাশ হয়ে আমাদের ক্যান্ডিডেট কে আটকানোর চেষ্টা করছে। এই দফার ৮টি আসনের ৮টিতেই আমরা জিতব।" 

Add 1