/anm-bengali/media/media_files/2025/07/22/whatsapp-image-2025-07-22-at-143058-2025-07-22-14-51-32.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: যারা এতদিন দিলীপ ঘোষকে তৃণমূলে পাঠাচ্ছিল, তারা এখন কি করবে, গঙ্গায় ঝাঁপ দেবে, না গলায় দড়ি নেবে! খড়গপুরের শহীদ তর্পণ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত এই ভাষাতে আক্রমণ করলেন দিলীপ ঘোষ।
“দিলীপ ঘোষ কোন অকর্ম করতে গিয়ে কেস খাননি, পার্টির কাজ করতে গিয়ে কেস খেয়েছে। তৃণমূল কংগ্রেস যে ধরনের রাজনীতি পশ্চিমবাংলায় করছে তার অবসান করতে হবে সকলকে এক হয়ে। পশ্চিম বাংলার মানুষ এর থেকে পরিত্রাণ চাইছেন। যারা মাথার ঘাম পায়ে ফেলে পার্টিকে দাঁড় করিয়েছিলেন, মাঝখানে তারা একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু থেমে গেলে চলবে না; পশ্চিমবাংলায় যতদিন না পর্যন্ত সরকার পরিবর্তন হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে পরিশ্রম করে যেতে হবে”, এদিন দলীয় কর্মীদের চাঙ্গা করতে এমনটাই বললেন দিলীপ ঘোষ।
/anm-bengali/media/post_attachments/7bf9029e-bb6.png)
তাঁর কথায়, “অনেকেই বিশ্বাস করছিলেন না যে দিলীপ ঘোষ বিজেপিতে থাকছেন। তবে শুনে রাখুন অনেক কষ্ট করে পার্টিকে দাঁড় করিয়েছি, যতক্ষণ না পর্যন্ত নবান্নে বিজেপির নেতাকে বসাতে পারছি ততক্ষণ পর্যন্ত এ লড়াই চলবে”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us