/anm-bengali/media/media_files/A8cVsonMt0pd4GLryZKG.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গতকালই অক্সফোর্ড বিশ্যবিদ্যালয়ের অন্তর্গত কেলগ কলেজে বক্তৃতা রাখেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ তাঁর সেই বক্তৃতা পরিবেশনের মাঝেই এসএফআই সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। আরজি করের ঘটনা সহ একাধিক বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। এমনকি এও শুনতে হয় ‘টাটারা কেন রাজ্য ছেড়ে চলে গেল?’ মুখ্যমন্ত্রী যদিও সবকটি প্রশ্নের উত্তর দেন দৃঢ় ভাবে। যা দেখে রীতিমতো হইচই পড়ে যায় কেলগ কলেজের অডিটোরিয়ামে। এবার সেই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
/anm-bengali/media/media_files/2025/03/28/2ghdPzXkaBJyOTX9ZTns.png)
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তরাজ্য সফর এবং ইংল্যান্ডের কেলগ কলেজে তাঁর বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন বলেন, “আমরা আগেই বলেছিলাম যে তিনি যখন যুক্তরাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাবেন, তখন তাকে আরজি কর কলেজে কি ঘটেছিল তার উত্তর দিতে হবে। সেখানকার লোকেরাই এখানকার প্রশ্ন তুলবে। আর তাই ঘটলো”।
#WATCH | West Bengal: On the UK visit of West Bengal CM Mamata Banerjee and her remarks at a college in England, BJP leader Dilip Ghosh says, "...We said earlier that when she will go to speak at a university in the UK, she will have to answer what happened in the RG Kar… pic.twitter.com/E9YxdQyMeY
— ANI (@ANI) March 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us