'দিদি'র সঙ্গে 'দাদা'! ভগবানের কাছে প্রার্থনা দিলীপের

স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের সাফল্য কামনা করলেও ঢপবাজির রাজনীতির চক্করে যাতে না পরেন তার জন্য প্রার্থনা করলেন দিলীপ ঘোষ।

author-image
Pallabi Sanyal
16 Sep 2023
ZAdcsdfsf

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা :  মাদ্রিদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শিল্প সম্মেলনে যোগ দিয়ে  সৌরভ গঙ্গোপাধ্যায় বড় ঘোষণা করলেন। তিনি বলেন, শালবনীতে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করে ইস্পাত কারখানা করবেন। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবার খুললেন মুখ। বললেন, ''সৌরভ গঙ্গোপাধ্যায় গেছেন বাংলার স্বার্থে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব উনি সফল হন। বাংলার লোকের লাভ হবে। উনি এই ঢপবাজির রাজনীতির চক্করে যাতে না পড়েন। বাংলার আরো যারা সেলিব্রিটিরা আছেন, বাংলার যারা ভালো চান তাদেরকেও মমতা ব্যানার্জি কাজে লাগান। তাদের ইমেজ কাজে লাগিয়ে যদি কোন শিল্প আসে, কোন কাজ হয় তাহলে বাংলার লাভ হবে। না হলে ছবি তুলে, নিউজ তৈরি করলে কিছু লাভ হবে না।''