/anm-bengali/media/media_files/2025/05/01/LI9IUldnGXuc8iFmxc0h.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: দিঘার জগন্নাথ মন্দিরে যান সস্ত্রীক বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর এর পরই মেদিনীপুরে বিজেপির দলীয় কার্যালয়ে অশান্তির ছবি। দিলীপ ঘোষকে ‘দালাল’ বলে তোপ দেগে ছবিতে পরানো হয় জুতোর মালা, তালা ঝুলিয়ে দেওয়া হয় কার্যালয়ের দরজায়।
/anm-bengali/media/media_files/2025/04/20/PAZeIMpDlIwtMEdEevZ0.png)
এক সময় দিলীপ ঘোষের গড় হিসেবে পরিচিত ছিল মেদিনীপুর। বুধবার রাত ১০টা নাগাদ সেই মেদিনীপুর শহরের সিপাইবাজারে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান একদল বিজেপি কর্মী-সমর্থক। শুধু তাই নয়, জেলা কার্যালয়ের মূল ফটকে দিলীপ ঘোষের ছবি টাঙিয়ে তাতে জুতোর মালাও পরানো হয়। ক্ষুব্ধ কর্মী সমর্থকদের বক্তব্য, ‘উনি তৃণমূলের হয়ে কাজ করছেন, আজ তা প্রমাণ হয়ে গেল। সে কারণেই দলের কথা না শুনেই উনি দিঘায় চলে গেলেন। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে গল্পও করলেন। এখন আমাদের একটাই স্লোগান, বিজেপি থেকে দিলীপ ঘোষ দূর হঠো’। প্রশ্ন করছে তাহলে কি মেদিনীপুরের একদা দোর্দণ্ডপ্রতাপ বিজেপি নেতা দিলীপ ঘোষ তার নিজের গড়েও ফিকে হতে চলেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us