New Update
/anm-bengali/media/media_files/zuexlpHPET0r53lShQOK.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর থানার অন্তর্গত ইস্পাত নগরীর সি জোনের জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। জগনাথ মন্দিরে পুজো দেওয়ার পর হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন দিলীপ ঘোষ। সাথে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও বহু কর্মী-সর্মথক।
এর আগে প্রচারে লাঠি খেলার পাশাপাশি হকি স্টিক ও গদা হাতে প্রাত:ভ্রমণ করেছেন দিলীপ ঘোষ। এবার দলের কর্মীদের ঠেকুয়া বিতরণ করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এই দাপুটে বিজেপি প্রার্থী। দুর্গাপুর ইস্পাত নগরীতে রোড শো করার পর ডি-সেক্টর মার্কেটে একটি দোকান থেকে ঠেকুয়া কিনে কর্মীদের মধ্যে বিতরণ করে দিলেন দিলীপ ঘোষ।
/anm-bengali/media/post_attachments/367d56d2a6b11ebb87323ba01b32c19bda1e3c8c46990c522c65e15694db802e.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us