/anm-bengali/media/media_files/lyIeDx0mGf6V0POma5Dz.jpg)
দিলীপ ঘোষ
নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের আবাস প্রকল্প থেকে আদিবাসীদের বঞ্চিত করার অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। কেশিয়াড়িতে এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে বলে ট্যুইট বার্তায় জানালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ট্যুইট বার্তায় তিনি উল্লেখ করেন, ''আসন্ন পঞ্চায়েত নির্বাচনে, বিজেপি তফসিলি জাতি বিরোধী, উপজাতীয় বিরোধী টিএমসিকে পরাজিত করবে। তবেই প্রান্তিক, দরিদ্র, আদিবাসীরা সমৃদ্ধ হবে।রবীন্দ্র ভবনে কেশিয়ারি সমাবেশ বুথ কার্যকর্তা এবং অন্যান্য কার্যকর্তাদের সাথে বৈঠক সম্পন্ন হল। আমাদের অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। টিএমসি সরকার কেশিয়ারি ব্লকের হাজার হাজার আদিবাসীর নাম আবাস যোজনা থেকে বাদ দিয়েছে। আমরা এটা নিয়ে অভিযোগ করেছি।''
1.1 Meeting with Keshiyari assembly booth Karyakartas and other Karyakartas at Rabindra Bhavan. Our program began by paying homage to Rabindranath Tagore. TMC govt excluded the names of thousands of tribals of Keshiyari block from the Awas Yojana. We have complained about it. pic.twitter.com/UoWD0pqDTW
— Dilip Ghosh (@DilipGhoshBJP) May 11, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us