New Update
/anm-bengali/media/media_files/3JVVZaYZd7uuccnnF9Bf.jpg)
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কোনও (TMC) রাজনৈতিক দল (Political Party) নয়, ফের তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, মমতা ব্যানার্জি (Mamata Banerjee) অন্যায়ের প্রতিবাদ করার জন্য এক সময়ে যাদের নিয়ে দল শুরু করেছিলেন, দলে এখন তাদেরই কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। পাশাপাশি বলেন যে পুলিশ (Police) আর গুন্ডা ছাড়া ওই দল চলবে না। কোনও ভদ্রলোক ওখানে থাকতে পারবে না বলে মন্তব্য করেন দিলীপ। তাঁর দাবি, পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। সিনিয়র লিডাররা হতাশায় ভুগছেন বলেও অভিযোগ করলেন দিলীপ।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us